এনামুল সরকার (আসিফ) | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 359 বার
বকশিবাজার একাদশের সঙ্গে হার দিয়ে যাত্রা শুরু করেছে বিবেক স্পোর্টিং ক্লাব বাংলাদেশ। শুক্রবার বকশিবাজার মাঠে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বকশিবাজার একাদশ। নির্ধারিত ১৬ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান করে বকশিবাজার।
বকশি বাজারের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন রাব্বি, রিফাত ১৬ ও আমিন ১৫ রান করেন।
বিবেক স্পোর্টিং ক্লাবের মিরাজ ও রকি তিনটি করে উইকেট নেন।
ফলে ২৫ রানে জয় পায় বকশিবাজার একাদশ। রাব্বি ৪টি ও সুমন ৩টি উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাব্বি। তিনি ২৬ রান ও ৪টি উইকেট নেন!
বাংলাদেশ সময়: ১০:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha