অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 443 বার
কাল প্রথম মাঠে নামছে বিবেক স্পোর্টিং ক্লাব বাংলাদেশ শাখা। ১১ সেপ্টেম্বর বকশি বাজার মাঠে বকশি বাজার একাদশ ও বিবেক স্পোর্টিং ক্লাব বাংলাদেশ শাখার মাঝে এ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, বিবেক স্পোর্টিং ক্লাব বাংলাদেশ শাখা গঠিত হওয়ার পরে এই প্রথম তারা বকশিবাজার একাদশের বিরুদ্ধে মাঠে নামছে।
বিবেক স্পোটিং ক্লাবের পক্ষে খেলবেন শান্ত পোদ্দার (অধিনায়ক), রবিন, বখতিয়ার, নাইম, মিরাজ, রকি, জাহাঙ্গীর, সানজিদ, আবির, অরিন নাহিদুর রনি, সিরাজ, নাঈম (সিনিয়র), রাহাত, ফয়সাল।
ও বকশি বাজার একাদশের পক্ষে খেলবেন স্বপন (অধিনায়ক),আমিন, কামাল, আসিফ, রাজিব, সাদ, সুমন, কাওসার, সোহেল, শিহাব, রিফাত।
বাংলাদেশ সময়: ৫:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha