নাশিদ ববি | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 451 বার
শুকনো গাছের পাতা
রং বদলে চলছে ,
সবুজ গাঢ় রং ফেকাশে হয়ে যায় ,
নিজ থেকে ঝড়ে পড়ে মাটিতে অথবা
উড়ে চলে যায় অন্য কোন খানে ।
বাতাসের গতির কাছে হার মানতে হয়
প্রচণ্ড বাতাস বইছে বাহিরে !
আজ যেমন সব শুকনো পাতাগুলো
ঝোড়ো বাতাসের সাথে মেঘের দেশে চলে গেল ।
তাকিয়ে তাকিয়ে দেখলাম
ধরে রাখতে পারলাম না ,
তেমনি আমার স্বপ্ন গুলো
ভেঙে গুড়িয়ে দেয়া হল ,
আর কেউ সেটা দেখলো না
শিকলে বাধা পড়ে রইল স্বপ্নচারীণি।
অদৃশ্যমান কেউ বাঁচিয়ে রাখে
সেই শক্তি যে সকল কিছুর মহাকর্তা ,
ভালোবাসা সেই করতে পারে যার
ক্ষমা করার শক্তি সবচেয়ে বেশি ।
জগতের সব কিছুর কেন্দ্রবিন্দু তিঁনি
জীবনের নানা ঘটনার উপলব্ধি থেকে
বলছি ভালো আমি থাকব ।
তিঁনি একমাত্র আমাকে বার বার বাঁচিয়ে রাখছেন,
বদলে যাচ্ছি দিনে দিনে আমি এবং আমার জীবনবোধ ।
বাংলাদেশ সময়: ২:০০ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid