শীতল চট্টোপাধ্যায় | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | পড়া হয়েছে 159 বার
ভুলে যাওয়া কথাটা
মনে করিয়ে দিল – আজকের সময় ৷
মনে পড়ছে , পৃথিবীতে আসবার সময়
ভগবান কাঁধে ঝুলিয়ে দিয়েছিলেন
একটা ভিক্ষা ঝুলি ৷
বলেছিলেন,
আমার কাছে ভিক্ষা চাওয়াটা ভুলে যাসনা-
জীবনের কোনো আবর্তন , বিবর্তন , উন্নয়ন , পরিবর্তনে ৷
আজ পৃথিবীতে প্রবেশ করার মুহূর্তে
যে ভাবে আমাকে মাথা নতয় প্রনাম জানালি,
ভুলে যাসনা এই অবনত হওয়ার অভ্যাসটাও ।
ভগবানের কাছে কথা দিয়েছিলাম-
উপদেশকে মান্যতা দিয়েই অতিবাহিত করব মানব জীবন ৷
স্বীকারোক্তির সত্যতা বিশ্বাসেই
মানব জীবনের ছাড়পত্র দিয়েছিলেন ভগবান আমাকে ৷
কথা দিয়েও , ঐশ্বর্য প্রাপ্তির প্রাচুর্যে,
ভগবানের দেওয়া ভিক্ষা ঝুলিটা ফেলে দিয়েছি একদিন ,
মনে রাখিনি , ঈশ্বর করুণায় আমি পৃথিবীজাত ৷
আমি একা নই, ভগবানের কাছে আমার মতোই
অবিশ্বাসী হয়ে যাওয়া- সারা পৃথিবীর মানব জাতিটাই প্রায় ৷
ওই যে, দু’-চারজন যারা কুকুরের সাথে একসঙ্গে
ডাস্টবীন থেকে এঁটো-কাটা খুঁটে খাচ্ছে ,
ওরাই একমাত্র ভগবানের কাছে কথা রেখে
ফেলেনি ওদের ভিক্ষার ঝুলি ৷
আজ জীবনের সংগে যখন পৃথিবীর ঘর ভাঙাভাঙি ,
অসহযোগিতার নির্মম শিক্ষায়
মানবজাতি মুমূর্ষুপ্রায় , মনে পড়ছিল –
ভগবানের দেওয়া ভিক্ষা ঝুলিটাকে
অমর্যাদা করার কথা ৷
বাংলাদেশ সময়: ৮:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita