শীতল চট্টোপাধ্যায় | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 120 বার
সূর্য ওঠার দেশে সূর্য বাইশ লেখে
নতুন সূর্য কাঁচা হলুদ গায়ে মেখে ,
নব সূর্যের শুভ জন্ম বাইশ সালে
বাইশ আলো নগর – গ্রাম ও জমির আলে ৷
সূর্য হাঁটে সূর্য ওঠার দেশের থেকে
দেশের পরে দেশকে জাগায় আলোয় ডেকে ,
নববর্ষের সূর্যকে ছোঁয় চোখের দৃষ্টি
মানব চোখে বাইশ সালের আলোক সৃষ্টি ৷
স্বপ্ন কুঁড়ি উঠল ফুটে বাইশ সালে
বাইশ সালের নতুন হাওয়া মাঝির পালে ,
একই পথে নববর্ষের নতুন হাঁটা
মনে খুশির সূর্য জাগায় ছোট্ট গাঁ-টা ৷
সূর্য লেখা নতুন গানের লিপি পড়ে
মানব জীবন -জীবন সুরকে আশায় জোড়ে ,
একই সূর্যে বাইশের ভোর দেশে- দেশে
নতুন বছর জুড়ে জীবন উঠল হেসে ৷
বাংলাদেশ সময়: ৫:১০ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita