নাশিদ ববি | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ | পড়া হয়েছে 301 বার
আজকাল অনেক বৃষ্টি হচ্ছে
জানি বৃষ্টি তোমার ভালো লাগে
আমারও বৃষ্টি ভালো লাগে খুবই
আচ্ছা তুমি কি আমার কথা চিন্তা করছিলে
এমনি জানতে চাইলাম ।
তোমাকে অনেক স্টাডি করলাম
তুমি ভীষণ উদাসীন আর গোলমেলে
বাপ রে বাপ এতো কথা কেউ বলে নাকি ?
শোন আমি বেশি কথা বলি না আর
যারা অহেতুক বেশি কথা বলে
তারা কিন্তু খুবই হাল্কা ব্যক্তিত্বের মানুষ হয় সেটা জানো তো ।
এবার বল তো বৃষ্টি পড়লে তুমি লিখতে বস কিনা ?
সাথে থাকে ধোঁয়া উঠা গরম কফি নিশ্চয়ই
আর বাজতে থাকে পিয়ানোর সুর
বেশ রোমাঞ্চকর পরিবেশ তাই তো ।
বলছিলে তোমার বাড়ির সামনে বড় একটা নদী আছে
তুমি বারান্দায় বসে সেটা দেখতে পাও
আচ্ছা বৃষ্টি পড়লে কেমন লাগে সেই নদী ?
আসব কোন একদিন সেই নদী দেখতে
কোন এক শুভক্ষণে ।
বাংলাদেশ সময়: ৪:২২ অপরাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita