সাঈফ ফাতেউর রহমান | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ | পড়া হয়েছে 141 বার
জনপদে অস্থির বাতাস নামে
ধূলি ধূসরিত জনপথে আগ্রাসী হানাদার আসে
সবুজ পাতার বৃক্ষ সহসা ধূসর পান্ডুর হতে থাকে
শ্যামল সবুজের বর্ণালী জনপথে, নদীজলে কল্লোল থেমে যেতে থাকে।
মায়াবী সুশীল সুস্থিত যাপনে সাধারণ গৃহস্তের আঙ্গিনায় ঝড়ে এসে যায়
বিপর্যস্ত হতে থাকে স্বস্ত জনপদ জনালয় নির্ভার মানুষের অস্তিত্ব কাঁপিয়ে।
সুরম্য শান্তির জনপদে কতবার ভাগ্যান্বেষী যাযাবর
কতবার ভূমিলোভী ধনলোভী তস্কর হানাদার আগমন
পেশল বাহুর শ্রমী মানুষের প্রতিরোধে কতবার রবাহুত পলায়ন
কতবার রক্তগঙ্গায় ভেসে যায় প্রিয়মাটি প্রিয় আঙ্গিনার ফুলের বাগান
কত কতবার নিগৃহীত জননী মা কন্যা অসমসাহসে কেটে নেয় আগ্রাসী ধড়
শান্তির বাগানে উন্মাতাল ঝড়ের তান্ডব উড়াতে বারবার আসে দুর্বৃত্তের দলবল।
স্মিতশুভ্র মানবীয় জীবনের সুগতি থামেনা
মানবীয় অভিযাত্রার রেখাচিত্রের অঙ্কন থামেনা
গেরস্তের মানবীয় প্রাত্যহিকে ছন্দপতন স্থায়ী হয়না
পলিমাটি ভূমি রক্তস্নানের মাঝেও অনায়াসে পুণরুত্থিত হয়
অপরাজেয় মানুষের প্রাণবন্যায় শস্ত্র-হানাদার পলায়নপর হয়
মানবিক পতাকার উড্ডীন বর্ণাভায় জীবন আবার লোভন শোভন হয়।
সেই জনপদ
জনমানুষের জনপদ
গাঙ্গেয় বদ্বীপের চির সংগ্রামী জনপদ
জনালয়ে জনপদে নিয়ত অঙ্কিত হয় জীবনের ছবি
নরনারী শিশুদের প্রবীনের কলস্বরে মানবিক এই ভূমি
ভূমি মানুষের এই দেশে ভূমিলগ্ন সৃজন কারিগরেরা চিরকাল থাকে বেঁচে।
( শ্রদ্ধার্ঘঃ জনলগ্ন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক)
বাংলাদেশ সময়: ১:২৩ অপরাহ্ণ | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita