সালাম মাহমুদ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | পড়া হয়েছে 297 বার
মনের ভেতর রক্তনদী
সাঁতার কাটে কেবল কষ্টের পায়রাগুলো
দিন আসে দিন যায়
ঘুম আসে ঘুম যায়, স্মৃতিরা শুধু জড়ো হয়।
ভালোবাসার মানুষ
নিভৃতে-কষ্টে কাঁদে, নিরবে-নিশ্চুপ একাকী
ওপার থেকে একটু হলেও
উপলব্ধির বাঁশী- করুণ সুরে বেজে যায়।
পাখিরা আকাশে উড়ে-আবার নীড়ে ফিরে
কিন্তু ভালোবাসার মানুষ
একবার চলে গেলে
আর নীড়ে ফিরে না।
অন্ধকার ঘর সেখানে কেবলই একা থাকা হয়
আলো নেই, সঙ্গী নেই, কথা নেই, সুর নেই,
আছে শুধু কেবল
নিস্তব্ধ- আর নীরবতা।
জলারাজ্যে ভেসে গেছে অঙ্কুরিত স্বপ্নগুলো
এখন আমার নয়নজলে নদী ভরে
কোয়াশার চাদরে ঢাকি নিজেকে
অজানা এক শান্তির মোহনায়।
বাংলাদেশ সময়: ২:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita