অঞ্জলি দে নন্দী | শনিবার, ১৭ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 421 বার
অশোকতলে
দলে দলে
শিশু ভ্রমে, আনমনে,
পবন সনে,
ওদের ভাব কত!
অশোককুসুম গালিচায়
নবীন বালক যত
গড়াগড়ি খায়।
ভূমিপরে
ওরা খেলা করে,
সদা হাস্য আননে।
অবুজ ওদের সবুজ মন
কে জানে
কী যে চায়?
অশোক কাননে,
কত কত কত
প্রজাপতি ওড়ে আর ওড়ে…..
পুষ্পের টানে
বিহ্বল ওরা।
বড়ই ব্যাকুল
রেনু মাখা পা’য়।
প্রেমই ওদের ধন।
অশোক ফুল।
কেউ বা পরিস্ফুটিত, শাখা পড়ে।
মধুর মলয়ে দোলে,
দোদুল দুল…..
হরিত পর্ণার কোলে।
কেউ বা মাটিতে ঝরে পড়া।
তারই পরে,
মোর দৃষ্টি
লুটোপুটি করে।
হৃদয় করে,
কবিতার সৃষ্টি।
বসন্তের ধরা,
ভালোবাসায় আকুল।
অশোক কলি
অপূর্ব সকলই।
ওরা মোর অন্তরের অঞ্জলি।
|
বাংলাদেশ সময়: ৯:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ এপ্রিল ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita