গোলাম রববানী | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 126 বার
এক জীবনে মানুষ আর কতোটুকুইবা দুঃখ পায়!
দেখিছি কতো মানুষ কতো না অর্থ-ই কুড়ায়
শুনেছি মানুষ নাকি মানুষকে করে যায় সঞ্চয়
এ আমি এমন-ই এক মানুষ-ভীরু চণ্ডাল নয়!
অর্থ আর মানুষ কোনোটাই চাইনা করতে সঞ্চয়
আমি দুঃখবাদী সংসার দুঃখকে-ই করেছি সঞ্চয়
আমি দুঃখবাদী আকাশ আজন্ম আছি একা নির্ভয়।
দুঃখ যে আমার পৃথিবীর আজন্ম চিরসাথী
তাই দুঃখকে আপন করে-ই বড় ভালোবাসি।
এক জীবনে মানুষ বলো আর কতোটুকুইবা সুখী হয়!
বাংলাদেশ সময়: ১:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita