বিপ্লব গোস্বামী | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 90 বার
শীত এসেছে শীত
শীতের বুড়ি কুনকুনিয়ে
তাই তো গায় শীত।
চাদর দিয়ে অঙ্গে
হিমেল মেয়ে পৌষ ও মাঘ
দুই কন্যার সঙ্গে।
বাবুদের সুদিন
দামি কম্বল ভারী কাপড়
খুশিতে সারাদিন।
থরথরি কাঁঁপন
শীতার্তের নেই তো কাপড়
কষ্টে দিন যাপন।
বাংলাদেশ সময়: ১:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita