শীতল চট্টোপাধ্যায় | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 127 বার
বাংলা ভাষা বলতে আবার বাংলায় যেন আসি ফিরে ,
আবার বাংলা ভাষা যেন এই বুকেতেই রাখি ঘিরে ৷
বাংলা ভাষার এক উঠোনে দুই বঙ্গের ভাই ও বোনে ,
বাংলা ভাষার এক ভূমিতেই থাকবো বোধের বাংলা মনে ৷
বাতাসের এই বাংলা ভাষা শুনবো আবার উড়ান ঠোঁটে ,
দেখবো মাঠের জোড়া আলে এমনি আখর বাংলা ফোটে ৷
পলাশ জ্বালা বাংলা ভাষা পড়বো ডালের পৃষ্ঠা দেখে
দেখবো মায়ের লোটা আঁচল বাংলা ভাষা স্পষ্ট লেখে ৷
ফিরবো আবার বনলতায় নাটোর পথে গাছের ছায়ে ,
ফিরবো দু’জন বাংলা কথায় ধানসিঁড়ি এই নদীর গায়ে ৷
গঙ্গা মাঝি , লালন ফকির ফিরবো এদের বাংলা গানে ,
প্রাণ বেঁধে যাই ভাষার ঘাটে আবার ফিরতে বাংলা টানে ৷
ফিরে আসি আবার যেন রবীন্দ্র নাথ ও নজরুলে ,
আসি যেন বাংলা ভাষার সম্প্রীতি দ্বার আবার খুলে ৷
বাংলাদেশ সময়: ১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita