গোলাম কবির | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 118 বার
সবারই বুকের ভিতরে কিছু
গভীর কষ্ট থাকা ভালো,
কষ্ট থাকলে সুখের অসুখ চেনা যায়।
কষ্ট পেলে হৃদয়ে একটা তীব্র ভাঙচুর হয়,
প্রবহমান নদীর মতো ভাঙতে ভাঙতে
একসময় নিজেরই অস্তিত্ব হারিয়ে
মিশে যায় অসীমে।
সবারই বুকের ভিতরে কিছু
গভীর কষ্ট থাকা ভালো,
কষ্ট থাকলে একসময় খুব যাদের
আপন বলে মনে হতো
তাদের স্বরূপ উন্মোচন হয়,
বোঝা যায় তখন সবাই আপন নয়,
হয়তো কেউ কেউ আপন ছিলো তার!
সবারই বুকের ভিতরে কিছু
গভীর কষ্ট থাকা ভালো,
কষ্ট থাকলে তখন মানুষের ভিতরে
গভীরতম অনুভব জাগ্রত হয়, সৃষ্টি হয়
মসনবী শরীফ এর মতো অমর কাব্যগাঁথা।
সবারই বুকের ভিতরে কিছু
গভীর কষ্ট থাকা ভালো,
কষ্ট থাকলে তখন প্রকৃত প্রেমিক
হবার সম্ভাবনা থাকে, চোখে নামে
তখন যখনতখন শ্রাবণের অবিশ্রান্ত ঢল
এবং এই ঢলেই নিভে যাবে নরকাগ্নি।
সবারই বুকের ভিতরে কিছু
গভীর কষ্ট থাকা ভালো,
কষ্ট না থাকলে জীবনে
সুখ কি জিনিস তা মানুষ কখনো
উপলব্ধিই করতে পারতো না!
তাই বলি, সবারই বু্কের গহীনে কিছু
কষ্ট থাকা একান্তই প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita