অনিরুদ্ধ আলম | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 314 বার
কখনো যদি আকাশ কিনতে গিয়ে নদী,
নদী কিনতে গিয়ে আকাশ কিনে ফেলি,
তখন আমি ভাবতে থাকি তুমি আমার হাতটি ধরে চুপটি বসে আছ।
তবুও, আমাকে ক্রমান্বয়ে তোমার মতো যোগ্য হয়ে উঠতে বলো না।
সময় ফুরাতে থাকবে।
আমাকে পাবে না।
তুমি তো পরশ পাথর! দ্রাক্ষাবনের উষ্ণতা নিয়ে তোমাকে ছুঁতে দাও।
যেমনটি তুমি চেয়েছিল, আমি তেমনটি হয়ে উঠব পলকে জিরাফের বাড়ন্ত গ্রীবার সঙ্গে পাল্লা দিয়ে।
কে চায় বলো আলোকসজ্জাহীন হৃদয়?
আমার হৃদয়ে অগণন প্রবেশ করো। দেখবে– সেখানে তুমি আর তুমি।
ভ্রমর যেমন গোলাপকে ভালবাসে গোলাপের জন্যেও,
তেমনি আমি তোমাকে ভালবাসি তোমার জন্যেই। জানো কি?
বাংলাদেশ সময়: ৪:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita