শাহীন আক্তার স্বাতী | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | পড়া হয়েছে 222 বার
তনু মনু দুই বোন
পড়ে নাকি সারাক্ষণ
শুনে হতবাক হয়ে রই!
সারাক্ষণ বসে ঘরে
তারা নাকি শুধু পড়ে
মনোযোগ দিয়ে মুখবই ।
তনু মনুর আব্বা
থাকে নাকি দুবাইয়ে
ছোট ভাই শুধু খায়
কবজিটা ডুবায়ে,
তনু মনু বেশি কিছু খায়না
প্রবাসী বাবার কাছে
আবদার শুধু আছে
মুঠোফোন ছাড়া কিছু চায়না।
পরীক্ষা হলে পরে
মারে শুধু ডাব্বা,
তাই শুনে রেগে গিয়ে
ফোন করে আব্বা
এত পড়ে তবু পাশ করেনা?
মুখবই নাকি পড়ে
সারাদিন বসে ঘরে
মগজে কি কোন পড়া ধরেনা?
তনু মনুর আম্মা
ছুটে যায় ইশকুলে
পড়াশোনা তনু মনু
সব কেনো যায় সব ভুলে ?
শুনে সব শিক্ষক রেগে যায়
পাঠ্যবই ফেলে
দুবোন সুযোগ পেলে
মুখবই নিয়ে বসে থাকে হায়!
তনু মনুর আম্মা
খুব বেশি পড়েনি
মুখবই সেটা কি
তিনি তাই জানেনি
আজ শুনে কেঁপে তার উঠে বুক
পড়ার নাম করে
দুইবোন ভান ধরে
শুধু নিয়ে বসে থাকে ফেসবুক !
শাহীন আক্তার স্বাতী
কানাগাওয়া কেন, জাপান
বাংলাদেশ সময়: ১২:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita