আমিনুল ইসলাম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 266 বার
চোখ নেই
দেখছি
মানুষ গুলো অন্ধকারে হাঁটছে
অর্ধনগ্ন ছেড়া সেলাইকরা
এ-সব আধমরা দৃশ্য
বস্তাবন্দি করছে কেউ
নাকহীন দুর্গন্ধ সহ আস্তাকুঁড়
অথচ মৃত্যু তুমিও অবাক
মেঘে ঢাকা আতর উড়িয়ে
শ্মশান করেছো আলো
কবর থেকে উড়ছে পরবর্তী প্রজাপতি
একজন প্রেমিক শুয়ে আছে বহুকাল
অনন্ত সঙ্গমে ছিঁড়েছে সুতো
তার এক দিশায় বাঁধা ছিল হৃদয়
যা উড়িয়ে দিচ্ছে আসমান
নীল দ্যুতিময় এক মৃত্যুর দর্শন
বাংলাদেশ সময়: ১২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita