জহির খান | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 259 বার
একদিন খুব করে নড়ে ওঠে
সবুজ পাতার টুপি
ঝিরিঝিরি বৃষ্টি নামে
আমার শহর জুড়ে
একদিন খুব করে উড়ে যায়
নীল রঙের ঘুড়ি
ম্লানমুখে রোদ আসে
সমস্ত আকাশ জুড়ে
একদিন খুব করে প্রার্থনারত
সাদা রেশমের পাঞ্জাবি
সুগন্ধি গায়ে জড়িয়ে
পাড়ায় পাড়ায় প্রেম
অতঃপর
একদিন টুপ করে চলে যাই
মসজিদে, মন্দিরে, গির্জায়…
বাংলাদেশ সময়: ১২:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita