বিপ্লব গোস্বামী | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 251 বার
মাহামারী বুঝিয়ে দিল
অক্সিজেনের গুরুত্ব,
আর মোদের শিক্ষা দিল
বজায় রাখতে দূরত্ব।
মহামারী শিখিয়ে দিল
পরিচ্ছন্ন থাকতে,
মানতে সদা নিয়ম-নীতি
দেহের যত্ন রাখতে।
মহামারী শিক্ষা দিল
গর্ব অহং ভুলতে,
দীনজনে সহায় করতে
জ্ঞান চক্ষু খুলতে।
বাংলাদেশ সময়: ৯:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita