মণি গমেজ,, | সোমবার, ১৭ আগস্ট ২০২০ | পড়া হয়েছে 702 বার
কষ্টের বাগান থেকে একটা ঝরা গোলাপ
তুলে এনেছি তোমাকে দিব বলে
কিন্তু —
গোলাপের অভিমান সম্পর্কে জানা ছিল না
কোন কষ্টকর হৃদে আশ্রয় নিতে চায়না
সদা স্বতঃস্ফূর্ত যে ,
তার ক্রন্দন নেই
যদিও সঙ্গিটির দেখা না পেয়ে – পড়েছিল
ঐচ্ছিষ্ট হয়ে জমিনে
নাক ছিষ্ট কোনের মত জায়গায়
গোলাপ আমার হাতে এসে অনুনয় স্বরে বলল
তুমি ভাই আমাকে হস্তান্তর করনা
ফিকে শরীর আমার সে হতভাগী শুধুই তোমার —
—————–
মণি গমেজ
বাংলাদেশ সময়: ৯:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid