নাশিদ ববি | সোমবার, ০৯ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 291 বার
সবুজ পাতার সাথে
করেছি সন্ধি
দিব জলকণা শিকড়ের তার,
নেব বিশুদ্ধ বাতাস
সূর্যমূখী হয়ে নিব
সূর্যের আলো|
পুড়িয়ে দিব সব আঁধারের কালো
চেনা পথ ধরে হাঁটি ধীর পায়ে,
সবুজ পাতা দেখাবে নতুন আলো
সে দেখানো পথে নতুন কিছু করি |
জানি সময় লাগবে তবুও চলি
এখন অন্কার অনেক বেশি ,
আলোর জন্য তাড়া নেই
সব আগাছা করি বিনাস|
সবুজ পাতা আর সূর্যের খেলা !
সৃষ্টিকর্তার কি অপরুপ কাজ
গাছ হল মানবের পরম বন্ধু|
সবুজ দেখতে চল যাই সবুজে
যে কখনই ধরেনি সবুজ পাতাটি
তার প্রতি আহবান একটি বার হলেও
ধরলে বুঝবে কি শান্তি !
হাজার রকম গাছের সমাহার বাদ
শুধু একটি মাত্র,গাছের চারা যত্নে করি বড়,
একটি গাছ লাগিয়ে মনের তৃপ্তি বাড়ে
বাড়ে বেচেঁ থাকার আগ্রহ ।
কৃতজ্ঞতা প্রদর্শন করি সৃষ্টিকর্তার প্রতি
সুন্দর একটা মন আর
শুভ চিন্তাকরার শক্তি দিয়েছেন বলে
প্রকৃতিকে ভালোবাসতে পারি । 🌿
বাংলাদেশ সময়: ৯:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid