কবে ?
শীতল চট্টোপাধ্যায় | বুধবার, ১০ মার্চ ২০২১ | পড়া হয়েছে 82 বার
শব হয়ে শুয়ে হিরোশিমা মাটি
নাগাসাকি মাটি লাশ,
বাতাস যেখানে বয়না , বয়
শুধুই দীর্ঘশ্বাস ৷
যেখানের বিষবৃক্ষ পাতায়
বিষের অস্কিজেন ,
প্রাণ পথ ধরে সে বাতাস ঢুকে
বিষিয়ে দিচ্ছে ভেন ৷
কবে হিরোশিমা -নাগাসাকি হবে
এই অভিশাপ মুক্ত ,
কবে বিশুদ্ধ বাতাস ওখানে
নির্বিষে হবে যুক্ত ৷
এই মাটি বুকে নামবে যে কবে
পবিত্র ধারাতে বৃষ্টি ,
মাটি থেকে কবে মাটি শিশুরই
নিষ্পাপে হবে সৃষ্টি ?
বাংলাদেশ সময়: ৮:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita