অঞ্জলি দে নন্দী, মম | রবিবার, ১৬ মে ২০২১ | পড়া হয়েছে 205 বার
আমি এক পথফুল।
পথের ধারে
আমি ফুটে আছি অনাদরে।
জানি না করে তরে!
আমার ফোটা আমার কী ভুল?
ক্যানো আমি থাকি ধূলোয় ভরে?
ক্যানো আমি নিষ্পেষিত পদভারে?
আমার রূপ ঢেকে দেয় পথধূল।
তৃষ্ণায় অস্থির হয় আমার মূল।
জল দেয় না ক্যানো কেউ তারে?
আমি নামহীনা।
অতি দীনা।
খুব ক্ষিণা।
তবুও আমি বাঁচার লড়াই চালাই।
ক্লান্তির নাই বালাই।
সদাই নিজেকে রক্ষা করি।
পবনকে সুবাসে ভরি।
সারাটি জীবন অপেক্ষা করি,
যদি দেবপুজায় লাগি?
রঙে, সুবাসে ভরে আমি এই বর মাগি,
আমার ফোটা যেন হয় সফল।
হে বিধাতা, পাই যেন তব পদতল!
নামহীনা হলেও আমি নৈ গুণহীনা।
আমার দেহাঞ্জলিতে বেজে ওঠে
তিতলীর পিয়াসী মনবীণা।
কত ইচ্ছা নিয়ে মম কলি ফোটে।
যখন সবিতা পূবাকাশে ওঠে।
প্রথম আলো আমার পরে ফোটে।
যখন পাখির ডানা প্রথম বাতাসে ছোটে।
আকাশকে যখন ভরে তার প্রথম ডাক।
যখন আহ্বান ধ্বনি প্রকাশে তার স্বাধীন ঠোঁটে।
আমার প্রস্ফুটিতা ব্যাকুলতা দেয় হাঁক,
ওগো আগত দিন!
তুমি আমাকে মাখতে দিও
তোমার অফুরান কিরণ।
আমাকে তোমার করে নিও!
তুমিই যে মোর জন্ম বিবরণ।
বাংলাদেশ সময়: ১২:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মে ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita