অনলাইন ডেস্ক | রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 165 বার
বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মাসিক মরুলেখার সম্পাদক আব্দুর রউফ মাওলা দীর্ঘ প্রবাস জীবন ইতি টেনে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
১৩ নভেম্বর ফরওয়ানিয়া দাওয়াইহি প্লেজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েতর নবনির্বাচিত কমিটির সভাপতি মোরশেদ আলম বাদলের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখানে- সিনিয়র সহ-সভাপতি আসফাক আলী ফেরদৌস, জনতা গ্রুপের চেয়ারম্যান আবুল কাসেম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, কুয়েতে জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী হাজী প্রমুখ।
বক্তারা দল ও কুয়েত কমিউনিটির জন্য বিদায়ী অতিথির অবদান সম্পর্কে তুলে ধরেন এবং সংগঠনের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কবি আব্দুল মালেক, দফতর সম্পাদক মো. তাজউদ্দিন, মিজানুর রহমান, আকাশ, আব্দুল আজিজ, আহাদ আম্বিয়া খোকন, আব্দুর রহমান প্রমুখ।
পরিশেষে কুয়েতের সাবেক আমীর শেখ সাবাহর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১২:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha