নাশিদ ববি | বুধবার, ১২ মে ২০২১ | পড়া হয়েছে 373 বার
রুপালি = নতুন সানগ্লাস কেমন হল ,বেশ সুন্দর মানিয়েছে তাই না ?
আকাশ = অনেক দামী ।
রুপালি = না দামী কিছুই পড়ি না । এই অবেলায় কালো চশমা পড়ার কারণ হল
চোখ দুটিকে সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য । সানগ্লাস খুলে ফেলতে বলছো ?
দুঃখিত সেটা করা যাবে না । আমাকে বেশ ভালো মানায় এই সানগ্লাসে ।
প্রায়ই এই সানগ্লাস পড়ি ।
আকাশ = চোখ কালো রঙে ঢেকে থাকে ।
রুপালি = কেন এমন বলছ ? কড়া রোদে আমার চোখ ব্যথা করে । চোখ ফুলে যায় ।
আকাশ = চোখ দেখাও ।
সানগ্লাস টা সরাতে চোখের আঘাতটি নজরে পড়ল আকাশের ।
জানতে চাইল কি হয়েছে ?
রুপালি = কিছুই হয়নি । পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম । কয়েকদিন পড় আবার ঠিক হয়ে যাবে।
আকাশ = আচ্ছা তুমি এমন ভাবে প্রায়ই ব্যথা পাও ?
রুপালি = হুম পাই তো । কারণ আমাকে সানগ্লাসে ভীষণ মানায়।
অনেকক্ষণ চুপ করে বসে থেকে চলে গেল আকাশ । রুপালি দেখতে পাচ্ছিল আকাশের দুটো চোখ ছলছল করছিল । নিজেকে নিয়ন্ত্রণ করে ফেললো আকাশ ।সীমারেখা টেনে চলে গেল সে । রুপালি একাকী বসে রইল ।
রুপালি = কেন মিথ্যে বললাম ? এটা তো আঘাতের চিহ্ন। গতপরশু রাতে রাসেল নেশার ঘোরে অকথ্য ভাষায় গালাগালি করছিল ।চুপ করেই তো ছিলাম । হঠাৎ কিছু বোঝার আগে চোখের উপর একটা ঘুষি । সাথে সাথে মেঝেতে পড়ে গেলাম । তারপর আর কিছুই মনে নেই । শুনেছিলাম বাড়ির লোকজন আমাকে ধরে হসপিটালে নিয়ে যায় । হসপিটাল থেকে বলা হয় চোখ ঠিক আছে তবে কয়েদিন ফুলে থাকবে । ওষুধ দেওয়া হয়েছে । বিশ্রাম করলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবো ।
ডাক্তার চলে গেলে সবাই বলাবলি করছিল রিকশা থেকে পড়ে গিয়েছিলাম । সৃষ্টিকর্তা রক্ষা করেছেন বলেই এই যাত্রায় বেঁচে যাওয়া । আমাকে সাবধানে চলাচল করতে বললেন গুরুজনেরা । হসপিটালের জানালার ধারে লতা গাছটি দেখছিলাম আর বিছানার বালিশ খানি ভিজে গেল চোখের জলে । মনে মনে সৃষ্টিকর্তাকে বললাম “ভালোবাসার প্রতিদান ” ।
বাংলাদেশ সময়: ১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মে ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita